Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েটি কেবলই কাঁদছে

মহসিন রাজু, বগুড়া থেকে | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

হতভাগী মেয়েটির নাম সুমি (৮) , সে বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের দুলাল হোসেন নামের এক দরিদ্র পিতার কন্যা । গত রোববার দুপুরে যখন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম শেরপুর উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত এবং একই সাথে একটি ‘ ট্রমা সেন্টারে’র উদ্বোধন করছিলেন তখনই হতভাগী সুমিকে নিয়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় । এর কিছু আগেই বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ঢাকা - বগুড়া মহাসড়কে চাপা দেয় ।
শেরপুরে রক্তাক্ত সুমির চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হলে তার শরীর থেকে বাঁ হাত কেটে বাদ দিতে হয় এবং তার শরীরের বিভিন্নস্থানে একাধিক অস্ত্রপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছে , সুমির অবস্থা এখনও আশংকাজনক।
গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসধীন মেয়েটির ছবি নেওয়ার জন্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা গিয়ে দেখতে পায় মেয়েটি কেবলই কাঁদছে । কাঁদছে তার অভিভাবকরাও । মর্মবিদারী এই দৃশ্যে শোকে বিহ্বল অনেকেই সুমির কান্না দেখে বলছেন, আসলেই এর শেষ কোথায় ?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ