Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনবল সঙ্কটে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নোয়াখালী কোম্পানীগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বসুরহাট বিদ্যুৎ সরবরাহ এলাকায় জনবল সংকটের কারণে ১ শত কিলোমিটার জুটে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে বঞ্ছিত হচ্ছেন। বসুরহাট বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে ৪৪ জন কর্মকর্তা কর্মচারীর পদ রয়েছে। এর মধ্যে ৩৪টি পদ শূণ্য। সরকারের শতভাগ বিদ্যুৎ সেবা ঘোষণা সত্তে¡ও বাংলাদেশের এটি একটি ভিআইপি উপজেলা হওয়া সত্তে¡ও এ উপজেলার বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে একজন আবাসিক প্রকৌশলী (সহকারী প্রকৌশলী) ও ৯ জন কর্মচারী দিয়ে এ উপকূলীয় বিস্তৃর্ণ এলাকায় হাজার হাজার গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা হিমসিম খাচ্ছে। বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ ও ঘুর্ণিঝড়ে বিদ্যুৎ এর খুঁটির উপর গাছ ও গাছের ডাল-পালা ভেঙ্গে উপড়ে পড়ে। এতে বিদ্যুৎ এর লাইনে ব্যাপক ক্ষতি হয়। এসকল ক্ষতিগ্রস্থ লাইনগুলো স্বল্প জনবল দিয়ে মেরামত করা কঠিন হয়ে পড়ে। এতে বিদ্যুৎ সেবা থেকে গ্রাহকরা বঞ্ছিত হচ্ছে। সমস্যায় পড়তে হাজার হাজার স্কুল, কলেজ ও মাদরাসায় পড়–য়া ছাত্র-ছাত্রীরা এবং বাসাবাড়িতে বসবাসরত বিদ্যুৎ এর গ্রাহকরা।
এ ব্যাপারে সহকারি প্রকৌশলী (আবাসিক প্রকৌশলীর দায়িত্বে থাকা) মোঃ আবদুল হাকিম এ প্রতিবেদককে জানান, আমাদের সমস্যা হলো জনবল সংকট। যে পরিমান জনবল থাকার দরকার সে পরিমান জনবল নেই। বিশেষকরে উপসহকারি প্রকৌশলী ২ জন, লাইনম্যান-৩জন, সাহায্যকারী ১০জন একান্ত প্রয়োজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ