Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনবল সঙ্কটে বন পাহারায় হিমশিম

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

কাপ্তাই কর্ণফুলী বনরেঞ্জে লোকবল সঙ্কটে হিমশিম খাচ্ছে বন প্রহরী/কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের সদর রেঞ্জসহ বিভিন্ন বিটগুলো লোকবলের সঙ্কটের ফলে বন পাহারা দিতে গিয়ে হিমশিম পোহাতে হচ্ছে কর্মরত বিট কর্মকর্তা ও বনপ্রহরীদের। সদর বিটের বিশাল বন পাহারা দিতে গিয়ে এবং বনদস্যুদের মোকাবিলা করতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। যে বিটে বন পাহারা দিতে ১২/১৫ জন লোকবল প্রয়োজন, দেখা যায় সেখানে আছে মাত্র ২/৩ জন। এত অল্প লোকবল দিয়ে বিট কর্মকর্তারা বিভিন্ন সময় বিপদের মুখে পড়তে হয়। সরকারি বনসম্পদ রক্ষা করার জন্য ঝড়, বৃষ্টি, রাতে-কিংবা দিনে এবং বনদস্যুদের মোকাবিলা করেও বন রক্ষা করা হচ্ছে। কর্ণফুলী সদর রেঞ্জ এলাকায় বসবাসরত আগারপাড়া, সংগ্রাছড়ি, মিস্ত্রিপাড়া, কলাবুনিয়াপাড়াসহ বিভিন্ন লোকদের বোঝাইয়াও বনজ সম্পদ রক্ষা করা হচ্ছে। বনের মধ্যে বসবাসরত এলাকার সামাজিক কাজের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা করা অনেক প্রয়োজন বলে তা রক্ষা করা হচ্ছে। কর্ণফুলী সদর রেঞ্জ বিট কর্মকর্তা শেখ মো. ফারুক আহমেদ বলেন, বিশাল বনজ সম্পদ রক্ষা করার জন্য আমার বিটে ১২/১৫ জন লোকবল প্রয়োজন সেখানে আমিসহ আছি মাত্র তিনজন। এত অল্পসংখ্যক লোকবল দিয়ে বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। তারপরও বিভিন্ন কিছু মোকাবিলা বা টেকনিক প্রয়োগ করে বনজ সম্পদ রক্ষা করে চলছি। তিনি বলেন, বিটগুলোতে লোকসংখ্যা বাড়িয়ে দেয়া হলে বনজ সম্পদ রক্ষা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনবল সঙ্কটে বন পাহারায় হিমশিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ