Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইয়ের আরেকটি শেষের হতাশা

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১:০৫ এএম

স্পোর্টস ডেস্ক : আবারো তীরে এসে তরি ডুবলো মুম্বাই ইন্ডিয়ান্সের। শেষ ওভারের থ্রিলারে ৩ উইকেটে হেরেছে মুস্তাফিজুর রহমানের দল। ৫ ম্যাচে এটি তাদের চতুর্থ পরাজয়। চারটিই শেষ ওভারে। সমান ম্যাচে রাজস্থান রয়্যালসের এটি দ্বিতীয় জয়।
জয়পুরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে মুম্বাই। দ্বিতীয় উইকেটে সুরিয়াকুমার যাদব ও ইশান কিশানের ১৪ ওভারে ১২৯ রানের জুটির পরও বাকিদের ব্যর্থতায় সংগ্রহটা বড় করতে পারেনি মুম্বাই। ৪৭ বলে ৭২ রান আসে যাদবের ব্যাট থেকে। ৪২ বলে ৫৮ রান করেন ইশান কিশান। ২২ রানে ৩ উইকেট নিয়ে রাজস্থানের সেরা বোলার ক্যারিবীয় পেসার জোফরা আর্চার।
জবাবে সনজু স্যামসন (৩৯ বলে ৫২) ও বেন স্টোকসের (২৭ বলে ৪০) ব্যাটে জয়ের পথেই ছিল রাজস্থান। কিন্তু ১৭তম ওভারে টানা দুই বলে স্যামসন ও জস বাটলারকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান জাসপ্রিত বুমরাহ। তার আগের ওভারে ফেরেন স্টোকস। কিন্তু ক্রিষ্ণপা গৌতামের ১১ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংসে আবারো ছিটকে যায় মুম্বাই। ২টি করে উইকেট নেন বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে ৩৫ রানের খরচায় ১ উইকেট নেন মুস্তাফিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ