Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কালবৈশাখীর তান্ডব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। গতকাল রোববার বিকাল সোয়া ৬টার দিকে ঝড় শুরু হয়ে ২০ মিনিটের মতো ছিল। সঙ্গে ছিল বৃষ্টি। প্রচন্ড বাতাসে রাজধানীতে কোথাও কোথাও টিনের চাল উড়ে গেছে। গাড়ি চলাচলও থেমে যায় কোন কোন সড়কে। বিদ্যুতের দুই তার এক হয়ে বিস্ফোরণ ঘটে কোথাও কোথাও। রাজধানীর বাইরে ঝড় বয়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও হবিগঞ্জের লাখাই ও বানিয়াচংয়ে বজ্রপাতে ১২ বছরের এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর বাড্ডা এলাকার প্রগতি সরণিতে দেখা গেছে, দমকা বাতাসে কারো ছাতা উড়ে গেছে। এক রিকশা চালক বাতাসের প্রচন্ডতায় আতঙ্কিত হয়ে রিকশা ছেড়ে দৌঁড়ে নিরাপদে আশ্রয় নেন। এক মোটরসাইকেল চালককে রাস্তার মাঝে আইল্যান্ড ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন, ঢাকায় এমন ঝড়ের প্রচন্ডতা খুব একটা দেখা যায় না। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বিজলী চমকানোর সঙ্গে অস্থায়ী দমকা বা ঝড়ো-হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু:
হবিগঞ্জের লাখাই ও বানিয়াচংয়ে বজ্রপাতে ১২ বছরের এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। অপর দুই ব্যক্তি পেশায় কৃষক ছিলেন। তারা হলেন বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন এবং লাখাই উপজেলার স্বজনগ্রামের নুফুল মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫)। রোববার বিকালে এই ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেওয়ান মোঃ নুরুল ইসলাম জানান, বিকালে ওই দুই কৃষক বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত ঘটলে তারা গুরুতর আহত হন। পরে পার্শ্ববর্তী জমিতে কমর্রত শ্রমিকরা তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত আপন মিয়ার শরীর বজ্রপাতে ঝলসে গেছে। অপরদিকে বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করেন।
হবিগঞ্জ জেলা সংবাদদাতা : পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেলে লাখাই উপজেলার হাওরে এবং বানিয়াচংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লাখাই উপজেলার হাওরে রোববার ধান কাটতে যান সুজনপুর গ্রামের নূপুর মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫)। গতকাল বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক হাওরে থাকা অন্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম।
নেত্রকোনা জেলা সংবাদদাতা: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের উপর দিয়ে গত শনিবার গভীর রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টার দিকে শুনই ইউনিয়নের দরবেশপুর, ভোগাপাড়া, মনসুরপুর, পিয়াজকান্দি গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ে এসব গ্রামের প্রায় শতাধিক কাঁচা আধা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।ভেঙ্গে পড়ে অসংখ্য গাছপালা, অনেক স্থানে ফসলের ক্ষতি হয়। খবর পেয়ে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তার রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দেন। তিনি জানান, কালবৈশাখী ঝড়ে শুনই ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আনুমানিক ৪০টি পরিবার সম্পুর্ণভাবে এবং ৫১টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তান্ডব

১৮ জানুয়ারি, ২০২২
৮ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ