যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
বার্মিংহাম থেকে সংবাদদাতা : দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত আল্লামা কবি রুহুল আমিন খানের যুক্তরাজ্য আগমন উপলক্ষে ইউকের অন্যতম শহর বার্মিংহামের লজেলস উইলস্ট্রিট লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদে গত ২ এপ্রিল শুক্রবার দুপুরে এক বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদ কমিটির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাছির আহমদের সভাপতিত্বে ও মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালন্য়া অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কবি রুহুল আমিন খান বলেন, আমরা মহানবী (সঃ) এর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি। তিনি আমাদেরকে হিদায়াতের বাণী শুনিয়েছেন। তিনি আমাদের মত সাধারণ মানুষ ছিলেন না। তিনি মহামানব ছিলেন। বিশ্বনবী (সঃ)-কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নূর দ্বারা সৃষ্টি করেছেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা আব্দুল হক নুমানী, সেক্রেটারি আলহাজ আজির উদ্দিন আবদাল, ক্যাশিয়ার হাজী তারা মিয়া, জয়েন্ট ক্যাশিয়ার হাজী রজব আলী ও হাফিজ আবুল কালাম প্রমুখ। পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।