বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের দলীয় টেন্টের কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার সকালে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রিফাত ও বন্ধনকে সভাপতি গ্রুপ পরিবর্তন করে সাধারণ সম্পাদক গ্রুপে যোগ দেয়ার জন্য ফোনে নির্দেশ দেয় সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কর্মী লিখন। পরে রাত প্রায় একটার দিকে ভূমি ও ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র আপেল তাকে আবার কল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসতে বলে। কিন্তু রিফাত অস্বীকৃতি জানালে আপেল, পিয়াস ও লিখনসহ ৭-৮ জন লালন শাহ হলে এসে বেধড়ক মারধর শুরু করে। পরবর্তীতে রিফাত ও বন্ধন মার খেয়ে ঘটনাস্থল থেকে হলে পালিয়ে আসে। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বিষয়টি সম্পর্কে বলেন,‘ আমি অসুস্থ থাকার কারনে ক্যাম্পাসে যায়নি।’ এবিষয়ে ইবি শাখা ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন,‘ ভূল বুঝাবুঝির কারণে দলের কর্মীদের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।