নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের ৩৫ জেলা দলকে নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলা ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাঁচ ভেন্যুতে কাল থেকে একযোগে খেলা শুরু হলেও গাজীপুর স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় দু’দিন পর খেলা মাঠে গড়াবে। ভেন্যুগুলো হলো- গাজীপুরের শহীদ বরকতউল্লাহ স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারী জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা স্টেডিয়াম, ল²ীপুর জেলা স্টেডিয়াম এবং খুলনার মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ। ৩০ এপ্রিল থেকে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। প্রাথমিক পর্বে নকআউট এবং চূড়ান্ত পর্বে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতি ম্যাচে খেলা হবে দুই অর্ধে ৩৫ মিনিট করে ৭০ মিনিট। নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ হবে। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ সহ মোট ৮টি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। এ সময় সহকারী পৃষ্ঠপোষক ওয়ালটনের অতিরিক্ত পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র, মহিলা ফুটবল কমিটির সদস্য লিলি আজিজ ও নাসরিন বেবি উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।