বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সোহাগ হোসেন (২৬) নামে এক ধর্ষক নিহত হয়েছে। এ সময় পুলিশ একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হিজলদি গ্রামে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
সোহাগ হোসেন উপজেলার বোয়ালিয়া গ্রামের শামসুর সরদারের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, সোহাগ শনিবার বিকালে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় তাৎক্ষণিক মামলা রেকর্ড হয়। রাতে তাকে গ্রেফতারে অভিযানে গেলে সে পুলিশকে আক্রমণের চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সে নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ সময় পুলিশেরও দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, শনিবার বিকালে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে ওই শিশুকে ধর্ষণ করে সোহাগ। এ ঘটনায় ওই শিশুর নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।