Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে দেড় কোটি টাকার সোনা ও মোবাইল জব্দ

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:৩৩ এএম | আপডেট : ৬:০০ এএম, ২২ এপ্রিল, ২০১৮

 স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দেড় কোটি টাকার ৩ কেজি সোনা ও মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল শনিবার সকালে ও গত শুক্রবার বিকেলে পৃথক অভিযানে ৬ জন যাত্রীর কাছ থেকে ২ কেজি ৬০৯ গ্রাম সোনার বার এবং দুই যাত্রীর কাছ ৪৬৬ গ্রাম সোনার বার, ৪টি আই ফোন ও ৪টি আইওয়াচ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, শনিবার সকালে দুবাই থেকে সিলেটগামী বিজি-২৪৮ বিমান ঢাকা ট্রানজিট করলে বিমানবন্দরে দিদারুল আলম ও মোক্তার উদ্দিন নামে দুই যাত্রীকে তল্লাশি শেষে ৪৬৬ গ্রাম সোনার বার ও ৪টি আই ফোন মোবাইল ও ৪টি আইওয়াচ উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এর আগে শুক্রবার বিকেলে সউদী আরবের রিয়াদ থেকে আগত বিজি ০৪০ বিমানের ৬ যাত্রীর আন্ডারওয়ার ও জুতার ভেতর থেকে ২ কেজি ৬০৯ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার বারের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। জব্দকৃত পণ্য ও আটক যাত্রীদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইল

১৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ