Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

পুলিশের দাবি ডাকাত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহপুর নামক স্থানে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন পুলিশ। গতকাল শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার ওসি এটিএম মাহবুব আলম বলেন, ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে শাহপুরে গোয়েন্দা পুলিশের(ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এ ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তি আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলো বলে দাবি করেছে পুলিশ। যদিও নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি তারা। ওসি একেএম মাহাবুব আলম আরো জানান, গত ২১ মার্চ শেরপুর জেলার নকলা উপজেলার বাসিন্দা অটোরিকশা চালক আলিম উদ্দিন(৪০) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তার কোনো খোঁজ না মেলায় তার বাবা আবু বক্কর সিদ্দিক স্থানীয় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২২ মার্চ ফুলপুর উপজেলার শাহপুর এলাকার একটি মাদরাসা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আলিম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস.এ নেওয়াজী দাবি করেন, মূলত গত ২১ মার্চ রাতেই আলিম উদ্দিনকে হত্যা করে অটোরিকশাটি ডাকাতি করে নিয়ে যায় বন্দুকযুদ্ধে নিহত অজ্ঞাত ওই ব্যক্তিসহ কয়েকজন ডাকাত। ফুলপুর থানার ওসি একেএম মাহাবুব আলম জানান, ওই ঘটনার জের ধরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অটোরিকশা চালক খুনের আসামিকে ধরতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই ওই আসামি নিহত হন। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহসহ আরেক কনস্টেবল আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ