Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে ৩ পরিবার ৪ মাস অবরুদ্ধ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দীর্ঘ ৪ মাস ধরে বেনাপোল পৌরসভার দুর্গাপুর উওরপাড়া এলাকায় ৩ টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিবারগুলো বাড়ি থেকে বের হতে পারছে না।
দুর্গাপুর উওরপাড়ার বাসিন্দা নুর হোসেন অভিযোগ করে জানান, তিনি ও তার ভাই আনছার আলী ও বাকি বিল্লাহসহ তাদের পরিবার কয়েকযুগ যাবৎ তাদের পৈত্রিক ভিটায় বসবাস করে আসছে। বাড়ির পাশের রাস্তাটিও তারা ব্যবহার করছে ৪ যুগ ধরে। প্রতিবেশী মোজাম্মেল হকের পুত্র আলী কদর তাদের যাতায়াতের রাস্তাটি হঠাৎ করে গত বছরের ডিসেম্বর মাসে বাসের বেড়া দিয়ে ঘিরে বন্ধ করে দেয়। স্থানীয় মোড়ল মাতব্বরদের দ্বারস্থ হয়ে আজও পর্যন্ত কোন সমাধান করতে না পেরে পরিবারটি নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়ে। তার সন্তানরাও স্কুলে যেতে পরছেনা। এমতাবস্থায় ভুক্তভোগি পরিবার তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রাস্তা বন্ধকারী আলী কদর জানান, আমার জমিতে সীমানা আমি ঘিরে দিয়েছি। আমি কারো রাস্তা বন্ধ করিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ