মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে ৭৬ রোহিঙ্গাবাহী একটি কাঠের নৌকা উদ্ধার করেছে জেলেরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিপীড়িত জনগোষ্ঠীর সদস্যদের বহনকারী নৌকাটি কতদিন ধরে সাগরে ভাসছিল তা জানা না গেলেও উদ্ধারকারীরা জানিয়েছেন উদ্ধারের সময় এর পাল কাজ করছিল না। গত শুক্রবার উদ্ধার করা নৌকাটিতে ৮টি শিশু, ২৫ নারী ও ৪৩ জন পুরুষ ছিলেন। এর মধ্যে সাত ৭ জনকে উপকূলে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এসব খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড। উদ্ধার হওয়া রোহিঙ্গাকে চিকিৎসা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষগত বছরের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে। খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাতে শুরু করে রোহিঙ্গারা। প্রতিবেশি বাংলাদেশে এখন পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। শরণার্থী শিবিরে মানবেতর পরিবেশে বসবাসকারী এসব রোহিঙ্গারা আসন্ন বৃষ্টির মৌসুমে বিপদজনক সমুদ্র পথ পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় খুঁজতে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। অন্য দেশে আশ্রয় খুঁজতে মিয়ানমার থেকেও রওনা দিচ্ছে রোহিঙ্গারা। তবে শুক্রবার উদ্ধার হওয়া নৌকাটির গন্তব্য অস্ট্রেলিয়া ছিল বলে জানিয়েছে আচেহ প্রদেশের দুর্যোগ প্রশমন সংস্থা। সংস্থাটি বলছে নৌকাটিতে থাকা রোহিঙ্গারা স্থানীয় কর্তৃপক্ষকে এই তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের অস্থায়ী শিবিরে আশ্রয় দিতে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছে সংস্থাটি। মিয়ামি হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।