মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সন্ত্রাসবাদ মোকাবেলায় মুসলিম দেশগুলোর সামরিক জোটের সেনাবাহিনীকে আধুনিক প্রশিক্ষণ, টেকনিক্যাল সহায়তা এবং প্রয়োজনীয় সম্পদ দিয়ে সহায়তা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তা নীতির দিকে নজর রেখেই এ ব্যাপারে সহযোগিতা করবে পাকিস্তান। সামরিক নেতৃবৃন্দের সাথে আলোচনার পর এ ব্যাপারে অনুমোদন দিবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইসলামী সামরিক জোটকে ঢেলে সাজানো এবং সমন্বয়ের ব্যাপারে পাকিস্তান ও সউদী আরবের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। সামরিক জোটকে বর্তমান সময়ের উপযোগী করে তুলতে পাকিস্তানকে তার ভূমিকা রাখার জন্য স¤প্রতি অনুরোধ করেছে সউদী আরব। সূত্র মতে, ইসলামিক সামরিক জোটভুক্ত সব দেশকে সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষার জন্য একটা সমন্বিত নীতি গ্রহণের ব্যাপারে সম্মত হয়েছে পাকিস্তান ও সউদী আরব। যারা জোটে রয়েছেন, তাদের সাথে কথা বলে এ ব্যাপারে কৌশল তৈরি করবে সউদী আরব। স্থল, নৌ ও আকাশপথে সমন্বয় বাড়ানো হবে। সূত্র জানিয়েছে যে, মুসলিম উম্মাহর সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে সেগুলি কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়েও দুই দেশের নেতারা আলোচনা করেন। সদস্য দেশগুলোর সাথে কথা বলে ওআইসিকে সক্রিয় করা হবে। পাকিস্তান বলেছে যে, কোন মুসলিম দেশের বিরুদ্ধে কোন ধরণের পদক্ষেপে তারা অংশ নেবে না। আরও বেশি মুসলিম দেশকে সামরিক জোটে অন্তর্ভুক্ত করার চেষ্টাও করবে তারা। সময়ের ব্যাপারে সিদ্ধান্ত হলেই সদস্য দেশগুলোকে নিয়ে বৈঠক করা হবে। পাকিস্তানের ভূমিকাকে এখানে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের সূত্র জানিয়েছে যে, দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে সক্রিয় যোগাযোগ রয়েছে। সউদী আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে কূটনৈতিক পর্যায়ে ভূমিকা রেখেছে পাকিস্তান। এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করে যাচ্ছে পাকিস্তান। সূত্র জানিয়েছে যে, পাকিস্তানী নেতৃবৃন্দের সা¤প্রতিক সউদী আরব সফরের সময় পাকিস্তান ও সউদী আরব বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক আরও বৃদ্ধির ব্যাপারে সম্মত হয়েছে। সউদী আরব বলেছে যে, কঠিন সময়ে তারা পাকিস্তানের পাশে দাঁড়াবে। পাকিস্তানও সউদী আরবকে জানিয়েছে যে, পবিত্র কাবাসহ সকল পবিত্র স্থানের নিরাপত্তায় এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।