Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপারেশন জ্যাকপট নিয়ে সেলিমের নতুন সিনেমা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মনপুরা ও স্বপ্নজালের মতো রোমান্টিক সিনেমার পর এবার মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম। তার নতুন সিনেমার নাম অপারেশন জ্যাকপট। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সমুদ্র ও নদী বন্দরগুলোতে নৌ-কমান্ডোদের একযোগে পরিচালিত সফল অভিযান অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের অবদান ও নৌ-কমান্ডোদের দুঃসাহসী অভিযানকে স্মরণীয় করে রাখতে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য স্ক্রিপ্ট তৈরি ও পরিচালনার দায়িত্ব পেয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। সংসদ ভবনে গত বুধবার অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, মো. নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রণজিৎ কুমার রায় ও মমতাজ বেগম। অপারেশন জ্যাকপট ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়। ১০নং সেক্টরের অধীনে ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন অপারেশন জ্যাকপট। এই গেরিলা অপারেশনে পাকিস্তানী বাহিনীর অনেক অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়। এই অপারেশন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদেরকে সারা বিশ্বে পরিচিতি পাইয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ