Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অপারেশন জ্যাকপট নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন নৌমন্ত্রী

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সরকারি পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধের সময় সফল নৌকমান্ডো অপারেশন জ্যাকপট নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। সিনেমাটি নির্মাণের সার্বিক সহযোগিতা তিনি করবেন বলে জানান। তার সঙ্গে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত মঙ্গলবার এফডিসিতে একটি সিনেমার মহরত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাজাহান খান এ ঘোষণা দেন। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি নৌ-কমান্ডোরা বিভিন্ন অভিযানের মাধ্যমে অত্যন্ত অল্প সময়ে যুদ্ধের গতি স¤পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হয়। ’৭১ সালের ১৫ আগস্ট পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত। এদিন রাতে নৌ-কমান্ডোরা একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে এবং পাকিস্তানী বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ডুবিয়ে দেয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধে দুনিয়া কাঁপানো সফল নৌ-কমান্ডো অপারেশন ইতিহাসের এই অনন্য ঘটনার চলচ্চিত্রায়নের জন্য সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ঘটনা নিয়ে অপারেশন জ্যাকপট সিনেমাটি নির্মিত হবে। মন্ত্রী জানান, এরই মধ্যে সিনেমাটির শুটিং করার লোকেশন চ‚ড়ান্ত হয়েছে। এটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী মার্চের স্বাধীনতা দিবসে জমকালো মহরত অনুষ্ঠিত হবে। তখন বিস্তারিত সব জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপারেশন জ্যাকপট নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন নৌমন্ত্রী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ