নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : চারপাশের কথা, সমালোচনায় অতিষ্ঠ হয়ে ওঠার জোগাড়। বকেয়া বেতন-বোনাসের দাবিতে ২০১৪ সালের অক্টোবরে বিদ্রোহ করে ভারত সফরের মাঝপথে সফর বর্জন করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন স্যামী, গেইল, পোলার্ড, নারাইন। বোর্ডের সঙ্গে সেই ঝামেলা এখনো মেটেনি। তার উপর টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দুবাইয়ে অনুশীলন ক্যাম্পে নাকি প্রিন্টেড জার্সিই পায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিজের ক্যাপ্টেনসিতে দ্বিতীয়বাবেব মতো টি-২০ বিশ্বকাপের ট্রফি জিতে এমন বিস্ময়কর তথ্যও দিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামীÑ‘নতুন একজন ম্যানেজারকে নিয়ে এই টুর্নামেন্টে এসেছি আমরা, তার নাম লুইস। এর আগে কখনোই কোনো দলের ম্যানেজারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল না তার। দুবাইয়ে যখন আমরা ক্যাম্প করতে যাই, তখন আমাদের প্রিন্টেড কোনো ইউনিফর্ম ছিল না। তিনি দুবাই থেকে কলকাতায় আসার পর আমাদের পোশাক জোগাড় করতে অনেক ঝামেলায় পড়তে হয়েছে তাকে।’
বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে কম বিড়ম্বনায় পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজ দলকে। সে কারনেই বোর্ডকে একটা জবাব দেয়ার তাগিদ ছিল স্যামীদের। নিজেদের সেই জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছেন ২ জন। সাবেক ইংলিশ ক্রিকেটার নিকোলাস তার কলামে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে বোধ বুদ্ধিহীন দল মন্তব্য করে কতোটা তাতিয়ে দিয়েছেন, সেমিফাইনালে জিতে সেই কুৎসিত মন্তব্যের জবাব দিয়েছেন স্যামী। সংবাদ সম্মেলনে নিকোলাসকে ভর্ৎসনা করতে দ্বিধা পর্যন্ত করেননি। ট্রফি জিতেও ওই লোকটার কটুক্তি মাথা থেকে নামাতে পারছেন না ক্যারিবিয়ান গ্রেট অধিনায়ক ক্লাইভ লয়েডের পাশে দাঁড়ানো স্যামী। ট্রফি উচিয়ে ধরে গত পরশু আরো একবার নিকোলাসের মন্তব্যে তেতে ওঠার কথা শুনিয়েছেন স্যামীÑ‘আমরা এই টুর্নামেন্ট খেলব কিনা, অনেকে সে প্রশ্ন উঠিয়েছিল। বোর্ড আমাদের প্রতি সম্মান দেখায়নি। মার্ক নিকোলাস (সাবেক ক্রিকেটার ও এখন ধারাভাষ্যকার) আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেছেন ‘শর্ট অব ব্রেইন’। টুর্নামেন্ট শুরুর আগে এই সব ব্যাপার আমাদের দলকে অনেক বেশি একত্রিত করেছে, সবাইকে কাছে এনেছে। পুরো দলকেই তাই কৃতিত্ব দিতে হবে। কারণ, আমাদের ছোট্ট পৃথিবীতে শুধু আমরাই ছিলাম।’
দুঃসময় কাটিয়ে সুসময়ে ফেরার কৃতিত্ব দিয়েছেন স্যামী কোচ ফিল সিমনন্সকেÑ‘কোচিং স্টাফের সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। কোচ ফিল সিমন্স কঠিন পরিস্থিতির মধ্যে এসে দলকে যেভাবে কোচিং করিয়েছেন, তা অসাধারণ। কোচিং স্টাফের সবাই নিজেদের কাজটা করেছেন।’
তবে এখনো বোর্ডের উপর ক্ষোভটা রয়েই গেছে। ট্রফি জিতে চ্যাম্পিয়ন ড্যান্সে বোর্ডের উপেক্ষার জবাব দিয়েছেন। কিন্তু গত পরশু পর্যন্ত বোর্ডের নীরব ভ‚মিকা হতাশ করেছে স্যামীকেÑ‘ক্যারিকমের প্রধানদের আমি ধন্যবাদ জানাতে চাই। টুর্নামেন্ট জুড়ে তারা দলকে সমর্থন দিয়ে গেছেন। আমরা তাদের ফোন পেয়েছি, ই-মেইল পেয়েছি। গ্রেনাডার প্রধানমন্ত্রী মিচেল আজ ( গত পরশু) সকালে একটি ই-মেইলে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। তবে এখনও নিজেদের বোর্ডের তরফ থেকে কিছু শুনতে পাইনি। এটা খুবই হতাশাজনক।’
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এমন উপেক্ষার কথা স্যামী প্রকাশ্যে এনে অবশ্য বোর্ডের তরফ থেকে সমাধানের আশ্বাস পেয়েছেন গতকাল। আইপিএল শেষ হবার পর নাকি খেলোয়াড়দের দাবি-দাওয়া পূরন করবে বোর্ডÑএমনটাই জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।