Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় মটর সাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নওগাঁর পত্নীতলায় মটর সাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেলের ২জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জেলার পত্নীতলা উপজেলার খরাইল মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নওগাঁ শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার ধীরেনের পুত্র নব মুসলিম আব্দুল মালেক (৫০) ও জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামের সৈয়দ আলীর পুত্র তৈয়বুর রহমান (৪০)। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজাহার হোসেন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় আব্দুল মালেক ও তৈয়বুর রহমান মটরসাইকেল যোগে জেলার পত্নীতলা উপজেলার মধইল বাজারের দিকে যাবার পথে খরাইল মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্র্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ