Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের বহুজাতিক কোম্পানী স্পিডোজের ক্ওিয়ে মটর সাইকেল কারখানা হচ্ছে বগুড়ায়

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে: চীন এর বহুজাতিক কোম্পানী স্পিডোজ এর ক্ওিয়ে মটর সাইকেল উৎপাদন কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে বগুড়ায়। এজন্য বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন রায়নগর ইউনিয়নের চন্ডিহারা মাঝিপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিমপার্শ্বে জায়গা নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে উক্ত জায়গার চারধারে ইটের প্রাচীর দেয়া হয়েছে। চীনের বহুজাতিক কোম্পানী স্পীডোজ এর ক্ওিয়ে মটর সাইকেল উৎপাদনের জন্য ক্রয় করা জায়গা দেখতে শুক্রবার বিকেলে কোম্পানীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসেছিলেন চন্ডিহারা গ্রামে। এসময় স্থানীয় উদ্যোক্তারা ফুল দিয়ে প্রতিনিধি দলের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হলেন ক্ওিয়ে মটর সাইকেল কোম্পানীর চীন দেশের প্রধান বিক্রয় কর্মকর্তা মি. পল বাও, আঞ্চলিক ব্যবস্থাপক মিস মান্ডি চ্যাঙ, ক্ওিয়ে বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মেহেদীউর রহমান পাইকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জামান সাউদ খান, আঞ্চলিক ব্যবস্থাপক সহিদুল ইসলাম সাহিন। এসময় উপস্থিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আগত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কোম্পানীর সম্পত্তি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত মো: আতাউর রহমান, স্থানীয়দের মাঝে সাংবাদিক মাহফুজ মন্ডল প্রমুখ। ক্ওিয়ে বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক জানান, এখানে এক একর ২৯ শতক জায়গা ইতোমধ্যে ক্রয় করা হয়েছে। প্রয়োজনবোধে আরো জায়গা কেনা হবে। আগামী ৩ মাসের মধ্যে কোম্পানী উদ্বোধন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ কারখানা তৈরি হলে এখানে কমপক্ষে ৬০০ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের বহুজাতিক কোম্পানী স্পিডোজের ক্ওিয়ে মটর সাইকেল কারখানা হচ্ছে বগুড়ায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ