Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াল হতাশা মুছতে চায় বার্সা

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে গত শনিবার লা লিগায় রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। পরের দিন ঘরের মাঠে বার্সেলোনা ২-১ গোলে হেরে যায় চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। একটিকে, নিজেদের সবশেষ ম্যাচে বেটিসকে উড়িয়ে দেওয়ার পর আরও আত্মবিশ্বাসী অ্যাটলেটিকো মাদ্রিদ, অন্যদিকে এল ক্লাসিকোয় পোড় খাওয়া বার্সা শিবির। ৩১ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৯। তবে এমন সব পরিসংখ্যান কী পারবে আজ রাতে একটি ম্যাচকে বিশ্লেষণ করতে? মনে হয় না। আর তা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের মঞ্চ, তবে তো কথাই নেই!
এমন ম্যাচকে ঘিরে তাই চলছে কথার লড়াই। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে লড়াই করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন ক্লাবটির কোচ ডিয়েগো সিমিওনে, ‘বার্সার বিপক্ষে সব ম্যাচই ভিন্ন। আর এর জন্য আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুত হবো। আমাদের ফলের উপর জোর দিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, যাতে বার্সার সঙ্গে লড়াই করার আশা নিয়ে লিগের শেষ ৫ ম্যাচ খেলতে পারি আমরা।’
আগের ম্যাচে রিয়ালের কাছে হারের ক্ষতে প্রেলেপ দিতে আরেক নগরপ্রতিদ্ব›দ্বীদেও ম্যাচটিকেই বেছে নিয়েছে বার্সেলোনা। সিমিওনের হুঁশিয়ারি আঁচ করতে পেরেই কিনা এই লড়াইয়ের আগে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। এই ম্যাচ ‘এল ক্লাসিকোর’ চেয়ে কঠিন হবে বলে মনে করেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার। নিজেদের মাঠ ক্যাম্প ন্যু’য়ে আজ শেষ আটের প্রথম পর্বের ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে একটায় খেলতে নামবে বার্সেলোনা। পিকে বলেন, ‘মঙ্গলবারের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। শারীরিক ও মানসিক দিক থেকে আমরা ভালো অবস্থায় আছি। রিয়ালের কাছে শনিবারের হারের পর আতলেতিকোর বিপক্ষে ভালো পারফরম্যান্স করাটা গুরুত্বপূর্ণ।’
গত শনিবার লা লিগায় চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের কাছে নিজেদের মাঠে হারে বার্সেলোনা, ‘আমাদের সতর্ক সংকেতের প্রয়োজন নেই। আমরা সবাই জানি, জেতাটা কত কঠিন। আমাদের সামনে কঠিন কাজ আছে। আমরা ট্রেবল জিততে চাই এবং লক্ষ্য অর্জনের আরও কাছে পৌঁছাতে এই ম্যাচে (মঙ্গলবার) গুরুত্বপূর্ণ আরেকটা পদক্ষেপ নিতে হবে।’ তবে কাজটা যে খুব সহজ হবে না সেটিও মনে করেন পিকে, ‘এটা এমনকি ক্লাসিকোর চেয়ে কঠিন হবে। কিন্তু শেষে এটা আমাদের উপর নির্ভর করে। দ্রæত বল চারদিকে ঘোরাতে হবে আমাদের। এটা করতে পারলে আমরা অদম্য হতে পারি। এমনকি আমরা ফেভারিট হলেও এটা খুব ভারসাম্যময় একটি কোয়ার্টার-ফাইনাল লড়াই হবে।’ অ্যাটলেটিকোকে হারাতে অতীতেও বেশ বেগ পেতে হয়েছে বলে উল্লেখ করে পিকে বলেন, ‘আমরা গোল করতে চেষ্টা করব। কিন্তু আমরা জানি, তারা একটি বিপজ্জনক দল।’
রিয়ালের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেনি ‘এমএসএন’ নামে পরিচিত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণত্রয়ী। তবে এই ত্রয়ীর উপর আত্মবিশ্বাস আছে পিকের। ম্যাচটি জেতা সম্ভব বলেও মনে করেন এই স্প্যানিয়ার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল হতাশা মুছতে চায় বার্সা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ