Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে

নাসিরনগরে শানে রেসালত ও খতমে নবুয়ত মহা-সম্মেলনে ওলামায়ে কেরাম

ব্রাহ্মণবাড়িয়াজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান আকিদা বিরোধী তৎপরতা বন্ধসহ সরকারীভাবে অমুসলিমঘোষণা করার দাবী জানিয়েছেন ওলামায়েকেরামগন। গতকাল শুক্রবার নাসিরনগর কওমী উলামা পরিষদের উদ্যোগে স্থানীয় হাফিজিয়া রমিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা চত্বরে শানে রেসালত ও খতমে নবুয়ত মহা-সম্মেলনে ওলামায়ে কেরামগন এ দাবী জানান। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া‘র প্রিন্সিপাল মূফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এস এম শহীদুল্লাহ‘র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নুরে মদিনার প্রিন্সিপাল আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মনিরুজ্জামান সিরাজী, জামিয়া দারুল আরকামের মহা-পরিচালক শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া‘র মুহাদ্দিস মাওলানা মূফতি আবদুর রহীম কাসেমী, দারুল আরকাম আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মাজহারুল হক কাসেমী, উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ শামছুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তারসহ স্থানীয় উলামা মাশায়েখ ও আলেমগণ ।
প্রধান অতিথির ভাষণে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেন, খতমে নবুওয়ত আকিদায় ফাটল ধরাতে বৃটিশরা ভন্ডগোলাম আহমদকে দিয়ে কাদিয়ানী সমপ্রদায়ের জন্ম দিয়েছে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে তারাদেশের সরল প্রাণতৌহিদী জনতাকে ঈমান হারা করছে। কাদিয়ানরা রাসূল (সাঃ)কেশেষ নবী মানে না। যারা রাসূল (সাঃ) কে শেষ নবী স্বীকার করেনা ইসলামী শরীয়তে তারা কাফের। তাই সরকারীভাবে এদের অমুসলিম ঘোষণা করতে হবে।



 

Show all comments
  • Azad Zumman ২১ এপ্রিল, ২০১৮, ১২:৩১ পিএম says : 0
    কোনো সরকার কি কাওকে অমুসলিম ঘোষনা করার অধিকার রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন শিক্ষায় কি এমন কোনো উদাহরন আছে? পৃথিবীতে একমাত্র পাকিস্তানেই এই ঘটনা ঘটানো হয়েছে। আজ পাকিস্তানের অবস্থা দেখেছেন? আমরা কি এমন একটি দেশকে অনুসরন করতে পারি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদিয়ানীদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ