Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালের বিমানবন্দরে ১৩৯ যাত্রী নিয়ে ছিটকে পড়ল মালয়েশীয় প্লেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নেপালের ত্রিভূবন বিমানবন্দরে এবার ১৩৯ জন যাত্রী নিয়ে মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পাশের মাঠে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মালিন্দো এয়ারলাইনসের কুয়ালালামপুরগামী ওই ফ্লাইটটি ওড়ার সময়ই কোন ঝামেলা দেখা দেওয়ায়, চালক বিমানটির গতি কমিয়ে উড্ডয়ন বাতিল করলে এটি রানওয়ে থেকে ১০০ ফুট দূরে ছিটকে পড়ে মাটিতে গেঁথে যায়।
এতে অন্য বিমান উড্ডয়নে সমস্যা হওয়ায় ত্রিভূবন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ১২ ঘন্টা পর গতকাল দুপুরে বিমানটি নিরাপদে সরিয়ে নেয়া হলে বিমানবন্দরে আবারো বিমান চলাচল শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপালের বিমানবন্দরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ