মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের তেলেঙ্গানা রাজ্যে ৭০০ বছরের পুরোনা একটি বট গাছকে উইপোকার হাত থেকে বাঁচাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আইভি স্যালাইনের বোতলে পানি মেশানো কীটনাশক ভরে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছটির ডালে ডালে; ঠিক যেভাবে অসুস্থ রোগীকে হাসপাতালে স্যালাইন দেওয়া হয়। বিবিসি জানিয়েছে, প্রায় তিন একর জমির ওপর ডালপালা ছড়ানো এই গাছটিকে বিশ্বে এ জাতের দ্বিতীয় বৃহৎ বটগাছ বলে ধারণা করা হয়। প্রতিবছর বহু মানুষ গাছটি দেখতে যায় বলে, ওই এলাকা একটি পর্যটন কেন্দ্রের রূপ পেয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, তেলেঙ্গানার মহাভুবনগড় জেলার ওই বটগাছটি পরিচিত পিল্লালামারি বা পিরলামারি নামে। উইয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত একটি ডাল ভেঙে পড়লে গতবছর ডিসেম্বর থেকে সেখানে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়। তখনই গাছটি বাঁচাতে উদ্যোগী হন স্থানীয় কর্মকর্তারা। বিশাল ওই বটবৃক্ষের প্রতি দুই মিটার অন্তর অন্তর এখন কীটনাশকের বোতল ঝুলিয়ে দেওয়া হয়েছে। উইয়ের বিস্তার ঠেকাতে বটের শেকড়েও কীটনাশক দেওয়ার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি উইয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত ডালগুলো যাতে নিজেদের ভারে ভেঙে না পড়ে, সেজন্য কংক্রিটের কলাম তুলে ঠেকা দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানান এক কর্মকর্তা। হিন্দুস্থান টাইমস, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।