রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়ায় সৎ ভাইয়ের সহযোগীতায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ ঘটনা ঘটেছে বলে স্কুলছাত্রীর পরিবার অভিযোগ করেছে। স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুল যাওয়ার পথে তারাপুর বাজার এলাকায় এলে ওই স্কুলছাত্রীর সৎ ভাই আবদুর রহিম তাকে মোটরসাইকেল করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে চেতনাশক ট্যাবলেট খাইয়ে আবদুর রহিমের খালাতো ভাই ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। সে সময় আবদুর রহিম ও তার খালাতো ভাই ধর্ষণের কথা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এদিকে স্কুল ছুটির সময় পার হলেও ওই স্কুলছাত্রী বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তার সন্ধান করতে পায়নি। ঘটনার পরদিন গত বৃহস্পতিবার বিকেল ৪টায় মেয়েটির সন্ধান পায়। সে সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করে। পরে মেয়েটির পরিবার থানায় অভিযোগ দেয়। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি সায়েদুর রহমান ভূঁইয়া জানান, মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।