Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদায় মা মাছ ডিম ছেড়েছে

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ৩:৩২ পিএম

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে রুই জাতীয় মাছ। বৃহস্পতিবার রাত ১.৩০ মিনিট হতে গতকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মা মাছ ডিম দিয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ভারি বর্ষণ মেঘের গর্জন নদীতে পাহাড়ি ঢল নামায় হালদায় ডিম ছাড়ে রুই জাতীয় মাছ (রুই,কাতলা,মৃগেল ও কালিভাউস) । গত বুধবার ভোর রাত থেকে ভারি বৃষ্টি হওয়ার পর হতে নৌকা জাল বড় পাতলি সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ডিম সংগ্রহকারীরা বৃহস্পতিবার দুপুর থেকে নদীর পাড়ে অবস্থান করেন। দুপুরের পর থেকে তাদের জালে ‘‘নমুনা ডিম’’ (ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ আছে কিনা সামান্য ডিম ছেড়ে পরীক্ষা করে মা মাছ) আস্তে থাকে। স্থানীয় ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর জানান হালদা নদীর রাউজানের অঙ্কুরিঘোনা এলাকা থেকে নাপিতের ঘাট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় নমুনা ডিম মিলেছে। এসব এলাকায় দুইশ হতে আড়াইশ নৌকা নিয়ে প্রায় ৬শ আহরণকারী ডিম সংগ্রহ করেছেন। এতে কোন কোন নৌকায় ২০০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত ডিম পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে জোয়ারে প্রচুর মা মাছ ডিম ছাড়ে। এদিকে প্রচুর মা মাছ ডিম ছেড়েছে বলে মৎস্য কর্মকর্তা জানান। প্রতিবছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ডিম ছাড়ে মা মাছ। হ্যাচারি পোনার চেয়ে হালদার পোনা দ্রুত বর্ধনশীল বলে এ পোনার কদর সারাদেশে।
হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, বৃহস্পতিবার রাতে বৃষ্টিপাত শুরু হলে অন্যান্য নদী থেকে এসে কার্প জাতীয় মা মাছেরা হালদার কয়েকটি স্থানে মা জাতীয় মাছেরা ডিম ছেড়েছে। রাউজান উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি হলে রাত আনুমানিক দেড়টা থেকে শুক্রবার সকাল ১০ পর্যন্ত হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ছে। ৩’শতাধিক নৌকায় অর্ধসহস্রাধিক ডিম সংগ্রহকারী হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করেন। আমরা সার্বক্ষণিক ডিম সংগ্রহকারীদের সাথে যোগাযোগ রাখছি। তারা এসময়ে হালদা নদী থেকে বেশ-কিছু ডিম সংগ্রহ করেন । ডিম সংগ্রহের পর হ্যাচারিতে পরিচর্যার ব্যাপারে আমাদের টিম সক্রিয় আছে বলে জানান তিনি।



 

Show all comments
  • উদয় সিংহ ৮ মে, ২০২০, ১০:৪২ পিএম says : 0
    আমি হালদার রেনু কেনার জন্য ইচ্ছুক তাই আপনাদের সহ জুগিতা কামনা করছি।দয়া করে আমাকে একটি ফোন দিবেন?
    Total Reply(0) Reply
  • উদয় সিংহ ৮ মে, ২০২০, ১০:৪২ পিএম says : 0
    আমি হালদার রেনু কেনার জন্য ইচ্ছুক তাই আপনাদের সহ জুগিতা কামনা করছি।দয়া করে আমাকে একটি ফোন দিবেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হালদা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ