বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভারত সরকার যদি মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা না করতেন, তাহলে আমাদের স্বাধীনতা ৯ মাসে না নয়, ৯ বছরেও সম্ভব হতো না। পাবনার সুজানগর উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে স্থানীয় শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ও সুধিজনদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। সভাপতিত্ব করেন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে সকল মুক্তিযোদ্ধাদের সরকারি ভাবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান চালু করা হবে। দেশের সকল মুক্তিযোদ্ধাদের একই রকম ভাবে বাসস্থান নির্মাণ করা হবে। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি আরো বলেছেন, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের জন্য বর্তমান শেখ হাসিনার সরকার সব ধরণের কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধার চেতনায় এ দেশ চলবে, মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা, বাসস্থান নির্মাণ সহ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে আবারো নির্বাচিত করতে সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের এম.পি খন্দকার আজিজুল হক আরজু, পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লি ঃ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।