Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় সুলতানা বেগম নামে (৩০) প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকায় ‘জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিক এ ঘটনা ঘটে। সুলতানা বেগম (৩০) নামের ওই প্রসূতির মৃত্যুতে তার স্বজনরা ক্লিনিকটিতে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহত সুলতানা নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার জোহরুল ইসলামের স্ত্রী। জোহরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে তার স্ত্রীকে ক্লিনিকটিতে ভর্তি করা হয়। এর পরের দিন বুধবার দুপুরে সুলতানা ছেলে সন্তানের জন্ম দেন। সিজারিয়ান অস্ত্রপচার করেন গাইনি বিশেষজ্ঞ ডা. মনোয়ারা বেগম। কিন্তু সিজারিয়ান পর থেকেই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এ সময় ডা. মনোয়ারা বেগম এবং ক্লিনিক কর্তৃপক্ষ সুলতানার চিকিৎসায় অবহেলা করেন। তবে চিকিৎসক মনোয়ারা খাতুন দাবি করেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সুলতানাকে বাঁচানো যায়নি। ক্লিনিকটির ব্যবস্থাপক আতাউর রহমানও চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত প্রসূতির পরিবার মামলা দায়ের করলে তা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ