Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে শিশু বদল করে লাশ দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:৪৪ পিএম, ১৯ এপ্রিল, ২০১৮

নগরীর প্রর্তক মোড়ের বেসরকারি ‘চাইল্ড কেয়ার’ হাসপাতালে নবজাতক বদলে অপর এক শিশুর লাশ দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি গতকাল (বৃহস্পতিবার) তদন্ত শুরু করে। মঙ্গলবার সকালে মা রোকসানা আকতারের নবজাতক কন্যা শিশু রেখে দিয়ে এক শিশুর লাশ দেওয়া হয়। হাসপাতাল থেকে বলা হয়, তার কন্যা মারা গেছে। বাড়ি নিয়ে লাশের গোসল দেওয়ার আগে দেখা যায়, লাশটি ছেলে শিশুর। বুধবার থানা পুলিশের হস্তক্ষেপে লাশ রেখে আসল কন্যা সন্তান ফেরত দিতে বাধ্য হয় চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ। শিশুটি বেসরকারি রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ