Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জুভেন্টাসের হোঁচট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জিতলেই টানা সপ্তম শিরোপার পথে বড় এক ধাপ এগিয়ে যেত জুভেন্টাস। প্রথমার্ধে অ্যালেক্সসান্দ্রোর গোলে এগিয়েও ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট ঝুলিতে ভরতে পারেনি জুভারা। ক্রোতোনের মাঠে তারা ড্র করেছে ১-১ গোলে। লিগ থেকে অবনমনের জন্য লড়ছে ক্রোতোন।
একই রাতে উদিনেসিকে ৪-২ গোলে হারিয়ে জুভাদের উপর চাপ অব্যহত রেখেছে নাপোলি। সেরি আ লিগে আর বাকি ৫ ম্যাচ। দুইয়ে থাকা নাপোলির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে জুভেন্টাস। তিনে থাকা রোমা অবশ্য বেশ পিছনে। ব্যবধানটা ১৭ পয়েন্টের। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠা দলটির লড়াই শেষ চার নিয়ে। তাদের সমান ৬৪ পয়েন্ট নিয়ে যে লড়াইয়ে তাদের প্রধাণ প্রতিদ্ব›দ্বী লাজিও। ফিওরেন্তিনার মাঠে এদিন ৪-৩ গোলের নাটকীয় জয় পায় লাজিও। পাঁচে থাকা ইন্টার মিলানও তাদের নিঃশ্বাস দূরত্বে। মাত্র এক পয়েন্ট পিছনে ইন্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুভেন্টাসের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ