Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ধর্ষণকে রাজনীতির সাথে মেলাবেন না : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ধর্ষণ ধর্ষণই। একে রাজনীতির সাথে মেলাবেন না।’ গত বুধবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের আইকনিক সেন্ট্রাল হলে ভারতীয় প্রবাসীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মোদি এমন এক সময় এ কথা বললেন যখন জম্মু ও কাশ্মীরের কতুয়া ধর্ষণকান্ডসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় ভারতজুড়ে আন্দোলন চলছে। মোদি বলেন, ‘যখন একটি শিশু ধর্ষণের শিকার হয়... তখন এটিকে আমরা কোন সরকারের আমলে কয়টি ধর্ষণ হয়েছে তার সঙ্গে মেলাতে পারি না। ধর্ষণ ধর্ষণই... আমরা কীভাবে এটাকে মেনে নিতে পারি?’ ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী দেশজুড়ে ধর্ষণের নানা ঘটনায় মোদির নিশ্চুপতায় তার ও বিজেপির সমালোচনা করেছেন। সোমবার এক টুইটার বার্তায় রাহুল গান্ধী জানান, ২০১৬ সালে ভারতে শিশু ধর্ষণের ১৯ হাজার ৬৭৫টি ঘটনা ঘটেছে। মোদি বলেন, ‘এ সমস্ত যৌন নিপীড়নের ঘটনা ভারতের জন্য লজ্জাজনক।’ তিনি বলেন, ‘প্রতি সময় আমাদের দেশে... সবসময় নারীদেরকেই প্রশ্নের মুখে পড়তে হয়। যে ব্যক্তি এসব অপরাধ করছেন তিনিও কারো সন্তান... একটি কন্যার ধর্ষণের শিকারের ঘটনা দেশের জন্য উদ্বেগ ও লজ্জার বিষয়।’ মোদি আরও বলেন, ‘শুধু মেয়েদেরই কেন জিজ্ঞেস করা হয় তারা দেরি করে বাড়ি ফিরেছে কেন? কেন ছেলেদেরও এই একই কথা জিজ্ঞেস করা হয় না? মনে রাখতে হবে ধর্ষণের মতো নৃশংসকান্ডেও কারও না কারও ছেলেই মূল অভিযুক্ত। ঘটনাচক্রে দেশে কাঠুয়া ও উন্নাও নিয়ে মোদিকে বিঁধেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন ইস্যুতে নানা সময়ে তাকে ‘মৌনিবাবা’ বলে কটাক্ষ করেছেন মোদি। সেই কটাক্ষই উত্তরসূরিকে ফিরিয়ে দিয়ে মনমোহন বলেন, ‘প্রধানমন্ত্রী আমায় যে পরামর্শ দেন, এখন উনি তা অনুসরণ করুন। আরও বেশি করে মুখ খুলুন।’ গত শুক্রবার ড. আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়ালের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি কাঠুয়া ও উন্নাও নিয়ে নীরবতা ভেঙে বলেছিলেন, ‘ভারতের কন্যারা ন্যায়বিচার পাবে। দোষীরা ছাড়া পাবে না।’ এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ