মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কথায় আছে, ‘আঙুল ফুলে কলা গাছ’। অর্থাৎ রাতারাতি বড়লোক হওয়া বা সম্পদ বৃদ্ধি পাওয়াকে বুঝায়। যুক্তরাজ্যের সুপারমার্কেট আসডা থেকে অনলাইনে মেয়ের জন্য একটি কলা কিনেছিলেন ববি গর্ডন। তবে বিল দিতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। এ কী! একটি কলার দাম ৯৩০ পাউন্ড যা টাকায় ১ লাখ ১০ হাজার টাকা! এটি কীভাবে সম্ভব! যদিও একটি কলার দাম হওয়ার কথা সর্বোচ্চ ১১ পেন্স বা কমবেশি ১৩ টাকার মতো। নটিংহ্যামের শেরউডের ববি গর্ডন জানান, প্রথমে বিলটি দেখে তিনি হতবাক হয়ে যান। এদিকে, এ ঘটনায় একে কম্পিউটারের ভুল জানিয়ে ক্ষমা চেয়েছে আসডা। আসডার একজন মুখপাত্র বলছেন, ‘যদিও আমাদের কলাগুলো চমৎকার, কিন্তু এটা ঠিক যে, তার দাম এত নয়। এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল।’ বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।