Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের রিয়েলিটি শো হাসতে যাদের মানা

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আগামী ঈদে নিউজ টুয়েন্টিফোর চ্যানেলে টানা পাঁচদিন প্রচারের জন্য সামিয়া রহমানের ভাবনা, পরিকল্পনা ও প্রযোজনায় নির্মিত হয়েছে রিয়েলিটি শো ‘হাসতে যাদের মানা’। নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসের রচিত নাটকের অংশ বিশেষ থেকে এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারী অভিনয়শিল্পীরা অভিনয় করে নিজেদের অভিনয় প্রতিভার প্রমাণ দিবেন। রিয়েলিটি শো’তে বিচারক হিসেবে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সামিয়া রহমান ও শাহনাজ খুশি। এরইমধ্যে রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে শেষ হয়েছে। তবে আগামী ঈদের আগে কারা বিজয়ী হয়েছেন তার কিছুই প্রকাশ করা হবে না। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাচ্ছেন ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট, টেলিভিশন ও ঢাকা কলকাতা ঢাকা এয়ার টিকেট। চঞ্চল চৌধুরী বলেন, ‘অল্প সময়ে প্রস্তুতি নিয়ে নতুন শিল্পীরা বৃন্দাবন দা রচিত নাটকের অংশ বিশেষে যেভাবে অভিনয় করেছেন তাতে আমি সন্তুষ্ট। তবে তারা যেন ভবিষ্যতে আরো ব্যাপক প্রস্তুতি নিয়ে অভিনয়ে অংশ নেন, এটাই আমার উপদেশ থাকবে। যারা পেশাগতভাবে অভিনয়কে বেছে নিতে চান তাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। উপস্থাপক হিসেবে মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি নিজের মেধার পরিচয় দিয়েছে এই শো’তে। সবকিছু মিলিয়ে এই ধরনের রিয়েলিটি শোকে সাধুবাদ জানাই।’ সামিয়া রহমান বলেন, ‘তিন জন বিচারকের প্রতিই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তারা অনেক উৎসাহ নিয়ে কাজটি করেছেন, আন্তরিকতা নিয়ে সময় দিয়েছেন।’ শাহনাজ খুশি বলেন, ‘একেবারেই অন্যরকম একটি উদ্যোগ ছিলো শিল্পী খোঁজার। ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলকে।’ বৃন্দাবন দাস বলেন, ‘আমার নাটকেরই অংশ বিশেষ শিল্পীদেরকে দিয়ে অভিনয় করানো, এটা আমার জন্য ছিল অনেক সম্মানের বিষয়।’ সামিয়া রহমান জানান, আগামী রোজার ঈদে টানা পাঁচদিন রাত ৯টায় নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে ‘হাসতে যাদের মানা’ প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ