Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্ত পূরণ নিশ্চিত হলেই ইরানে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের পরমাণু চুক্তির সব শর্ত পূরণের বিষয়ে নিশ্চিত না হয়ে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ স্থগিত করছে না যুক্তরাষ্ট্র। গত শুক্রবার হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট এ কথা জানিয়েছেন। তিনি বলেন, হতে পারে ইরান পরমাণু কর্মসূচি বন্ধে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে। এটাও সম্ভব যে তেহরান এরই মধ্যে পরমাণু চুক্তির বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) যতোদিন পর্যন্ত না স্বাধীনভাবে যাচাই করে সিদ্ধান্ত দেবে যে ইরান পরমাণু চুক্তির সব শর্ত পূরণ করেছে ততোদিন পর্যন্ত দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলছে না ওয়াশিংটন। ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধে কোনো পদক্ষেপ বাকি রাখেনি এটা নিশ্চিত হতে চায় ওয়াশিংটন, যোগ করেন আর্নেস্ট। এদিকে মার্কিন একটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছে, ইরানের সঙ্গে আইএইএ’র পরমাণু চুক্তি বাস্তবায়ন দিন শিগগিরই আসছে। ওয়াশিংটন সূত্র আরও জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ভিয়েনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সঙ্গে এ পরমাণু চুক্তি বিষয়ে আলোচনায় বসার কথা। অপর এক খবরে গত শুক্রবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়িত হওয়ার অংশ হিসেবেই এসব ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দেশটির রাজধানী তেহরানে সমাজবিজ্ঞানীদের এক বৈঠকে তিনি আরো বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করে দেখছে। বিবিসি, দ্য গার্ডিয়ান, ইয়াহু নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শর্ত পূরণ নিশ্চিত হলেই ইরানে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ