Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে পুরস্কৃৃত লাফার্জ হোলসিম বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশের নেতৃস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ এর অঙ্গপ্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেডের (এলইউএমপিএল) অনবদ্য অবদানের জন্য পুরষ্কৃত করেছে ইন্ডিয়ান ব্যুরো অব মাইনস। ভারতের মেঘালয়ে অবস্থিত এলইউএমপিএল থেকে লাফার্জহোলসিম বাংলাদেশের ছাতকে অবস্থিত স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্টে সিমেন্ট প্রস্তুতের মূল কাঁচামাল আনা হয়। সম্প্রতি শিলং এ অনুষ্ঠিত নবম মাইন ইনভায়ারনমেন্ট অ্যান্ড মিনারেল কনভারসেশন অনুষ্ঠানে - এ এই পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ভারতের মাইনিং খাতের সাথে যুক্ত উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরপর দ্বিতীয়বারের মতো এই গৌরব অর্জন করলো এলইউএমপিএল। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এলইউএমপিএলকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অন্যান্য মাইন অপারেটরদের জন্য অনুসরনীয় বলে উল্লেখ করা হয়। নিরাপদ মাইনিং কার্যক্রম পরিচালনায় কোম্পানিগুলোকে উদ্বুদ্ধ করতে ভারত সরকার প্রতি বছর এই পুরষ্কার প্রদান করে আসছে। এছাড়াও এলইউএমপিএল মাইন পরিচালনায় স্বাস্থ্য ও সুরক্ষা খাতে অনবদ্য অর্জনের জন্য বিখ্যাত গুরু দোনাচার্য পুরষ্কারও লাভ করেছে। ১৫তম উত্তর-পূর্ব মেটালিফেরোস মাইনস সেফটি অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য, মেঘালয়ে এলইউএমপিএল চুনাপাথর উত্তোলন করে ১৭ কিলোমিটার দীর্ঘ আন্তঃদেশীয় কনভেয়ার বেল্টের মাধ্যমে ক্লিংকার প্রস্তুতের জন্য ছাতকে লাফার্জহোলসিমের সিমেন্ট প্ল্যান্টে সরবরাহ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে

১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ