Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দূষিত বাতাস গ্রহণ করছে বিশ্বের ৯৫ শতাংশ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বের ৯৫ শতাংশ মানুষ নিঃশ্বাসের সঙ্গে অস্বাস্থ্যকর দূষিত বাতাস গ্রহণ করছে এবং দরিদ্র দেশগুলো এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের প্রকাশিত বিশ্ব বায়ু সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ মেয়াদি দূষিত বাতাসের কারণে ২০১৬ সালে বিশ্বের ৬০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। গত মঙ্গলবার ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দূষিত বাতাস স্ট্রোক, হার্ট অ্যাটাক, ফুসফুস ক্যান্সার, ক্রনিক ফুসফুসজনিত রোগের কারণ। এতে বলা হয়, স্বাস্থ্যজনিত ঝুঁকি যেমন উচ্চ রক্তচাপ, ডায়েট, ধূমপান যেগুলোকে মৃত্যুকে ত্বরান্বিত করে বাতাস দূষণ এদিক দিয়ে চতুর্থ অবস্থানে। বায়ূ দূষণজনিত কারণে বিশ্বের ৫০ শতাংশ মৃত্যুর জন্য চীন ও ভারত যৌথভাবে দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ