Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওরাল সেক্সের জন্য মুখ নয় : ইয়েরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ওরাল সেক্স নিষিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা মুখ দিয়েছেন খাবার গ্রহণ করার জন্য। মুখ যৌন কাজে ব্যবহারের জন্য নয়। এ জন্য তিনি এক সংবাদ সম্মেলনে সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি চাইছেন তার দেশের নাগরিকরা যেন ওরাল সেক্স চর্চা না করেন। এতে মুখের ক্ষতি হয়। উগান্ডায় এই চর্চা বাইরে থেকে প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করে তিনি বলেন, বাইরের দুনিয়ার মানুষরা উগান্ডার জনগণের মধ্যে ওরাল সেক্সের ধারণা প্রবেশ করিয়ে দেয়ার চেষ্টা করছে। তাই তিনি এ বিষয়ে সরকারি হুঁশিয়ারি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভুল এই চর্চা থেকে যেন আমার জনগণ বিরত থাকে, সে জন্য আমি তাদেরকে সতর্ক থাকার জন্য এই সুযোগটি নিচ্ছি এবং তাদেরকে অনুরোধ করবো তারা যেনো এ চর্চা না করেন। এটা বাইরের দুনিয়ার মানুষের রীতি। মুসেভেনি বলেন, বাইরের দুনিয়ার লোকেরা এটাকে বলে ওরাল সেক্স। কিন্তু সৃষ্টিকর্তা তো মুখ দিয়েছেন খাদ্য গ্রহণের জন্য। সেক্সের জন্য মুখ নয়। আমরা জানি এ জন্য প্রয়োজনীয় সব অঙ্গ দিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। সেগুলোর ব্যবহার করতে হবে। ২০১৪ সালে আইন করে মুসেভেনি বলেছিলেন, ওরাল সেক্স থেকে কীট, পোকার সংক্রমণ ঘটতে পারে। আপনার মুখের ভিতর দিয়ে তা পৌঁছে যেতে পারে পাকস্থলিতে। বিবিসি, এএফপি।



 

Show all comments
  • মোঃ আঃ ওয়াহাব ১৯ এপ্রিল, ২০১৮, ২:১৫ পিএম says : 0
    ধন্যবাদ সত্য প্রকাশ করার জন্য সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।
    Total Reply(0) Reply
  • মোঃ এমদাদউল্লাহ ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:২৩ পিএম says : 0
    ধন্যবাদ আপনাকে খুবই ভাল এবং শিখার একটা জিনিস শেয়ার করার জন্য। আশা রাখি সবাই বুজতে পারছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওরাল সেক্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ