Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একের পর এক শিশু ধর্ষণের ঘটনায় মোদী সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

একের পর এক ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল ভারতে সরকার নারীদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন নাগরিকরা। বিজেপি’র জ্যেষ্ঠ নেতা এবং দলটির আগের মেয়াদের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহা গত মঙ্গলবার খোলা চিঠিতে মোদী সরকারের কঠোর সমালোচনা করেছেন। চিঠিতে তিনি লেখেন, “অন্য যেকোনো সময়ের চাইতে ভারতে বর্তমানে নারীরা সবচেয়ে অরক্ষিত। ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে আমরা তদের হয়ে সাফাই দিচ্ছি। অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের লোকেরাই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকে।” এর একদিন আগে অবসরে যাওয়া ৫০জন সরকারি কর্মকর্তা যাদের মধ্যে রাষ্ট্রদূত, পুলিশ প্রধান এবং জ্যেষ্ঠ সচিব আছেন, মোদী সরকারের সমালোচনা করে চিঠি পাঠান। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মিরে জানুয়রিতে আট বছরের এক মুসলিম যাযাবর শিশুকে অপহরণের পর সাত দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে গত সপ্তাহ থেকে ভারতে গণবিক্ষোভ চলছে। শিশুটি মুসলিম এবং অভিযুক্ত ব্যক্তিরা হিন্দু হওয়ায় (যে মন্দিরে আটকে রেখে শিশুটিকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল সেটির পরিচালক এ মামলার অন্যতম আসামি)। স¤প্রতি তাদের মুক্তির দাবিতে জম্মুর কয়েকটি হিন্দু অধিকার রক্ষা সংগঠন বিক্ষোভ শুরু করে। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা স্থানীয় রাজ্য সরকারের দুই মন্ত্রী ওই বিক্ষোভে সমর্থন দিলে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। সমালোচনার মুখে ওই দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের অধিকার রক্ষায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ শ্লোগান শুরু করেছিলেন। অথচ সরকারি হিসাব মতে, ২০১২ সালের তুলনায় ২০১৬ সালে ভারতে ধর্ষণের হার ৬০ শতাংশ বেড়ে গেছে। যা নিয়ে জনগণের মনে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে। এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু ধর্ষণ

২৫ নভেম্বর, ২০২১
১৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ