Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় শিশু ধর্ষণকারী খুলনায় গ্রেফতার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ১২:১১ এএম

সাতক্ষীরা শ্যামনগরের চাঞ্চল্যকর ৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে খুলনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত আসামি মো. আল-আমিন গাজী সাতক্ষীরা শ্যামনগরের চাদনীমূখা এলাকার ময়নুদ্দীন গাজীর ছেলে। র‌্যাব জানায়, গত ২২ নভেম্বর বিকালে ৪ বছরের শিশুটি ও তার ২ বছরের ভাই চাদনীমূখা গ্রামের মধ্যম পাড়া বাইতুল মোকারম জামে মসজিদের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় খেলা করছিল। এসময় আল-আমিন গাজী শিশুটিকে কদবেল খাওয়ার প্রলোভন দেখিয়ে মধ্যমপাড়া জামে মসজিদের বাথরুমের মধ্যে নিয়ে জোরকরে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্বজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আলামিন গাজী পালিয়ে যায়। শিশুটি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে শিশুর দাদী বাদী হয়ে অভিযুক্ত মো. আলামিন গাজীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে খুলনার সোনডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু ধর্ষণকারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ