প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারিয়ে নিহত হওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের ছোট দুই ভাইয়ের দায়িত্ব নিতে চান জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও দেশের বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল সিআইপি। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাজীব মৃত্যুবরণ করে। তার এই মৃত্যু অনন্ত জলিলের হৃদয় ছুঁয়ে যায়। গত ১৭ এপ্রিল ছিল তাঁর জন্মদিন। এখন তিনি সপরিবারে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকেই এক ফেসবুক বার্তায় রাজীবের ছোট দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নেয়ার কথা জানান। তিনি সেখান থেকে বলেন, বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের দিনে আল্লাহতায়ালা তার সুন্দর ধরণী আর সুন্দর সুন্দর সৃষ্টির মাঝে আমাকে পাঠিয়েছেন, আজ আমার জন্মদিন, শুকুর আলহামদুলিল্লাহ। রাব্বুল আলআমিনের নিকট আমি কৃতজ্ঞ, এ কারণে যে এমন আনন্দের দিনে তিনি আমাকে সপরিবারে মক্কায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন। তবে দিনটি শুরু হয়েছে একটি মর্মান্তিক খবর জেনে। কিছু দিন আগে বাস দুর্ঘটনায় রাজীব নামে একজন মেধাবী শিক্ষার্থী তার হাত হারিয়ে ছিলেন এবং আজ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যা আমাকে খুবই মর্মাহত করেছে। বাবা-মা হারা এতিম রাজীব তার ছোট দুই ভাইকে পিতা-মাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিল। কিন্তু রাজীবের অকাল বিদায়ে তার ছোট দুই ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি, পরিবারহারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে। আশা করি, জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নিতে এবং তাদের খোঁজ পেতে সর্বাত্মক সহযোগিতা করে তাদের ভবিষ্যৎ সুন্দর জীবনযাপনের জন্য সাহায্য করবেন। উল্লেখ্য, অনন্ত জলিল বরাবরই অসহায় পরিবার ও মানুষের পাশে তার সাধ্যমতো দাঁড়িয়েছেন। তিনি এতিম খানা, বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাসহ বিভিনড়বভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। কয়েক বছর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুসহ বেশ কয়েকজনকে নিজ খরছে ভারতে পাঠিয়ে উনড়বত চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়া অভিভাবকহারা অনেক পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে চলেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।