Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সিলেট অফিস | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ৩:০৯ পিএম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী বসন্তপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।
নিহত আমির ওই গ্রামের আব্দুল হকের ছেলে। সে বসন্তপুর স্কুল থেকে এ বছর মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) দিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচ যুবককে আটক করেছে। আটককৃতদের পরিচয় জানা যায়নি।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী।
তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে বছরখানেক আগে থেকে এলাকার প্রতিপক্ষ তানভীরগংদের সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছিল আমির হোসেনদের। মঙ্গলবার দিবাগত রাতে এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বসন্তপুর বাজার এলাকায় আমিরকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে আমিরের মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা রয়েছে।
এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওই ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ