মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মধ্য প্রদেশে ব্রিজ ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আহত ৩০ জনের বেশি।
মঙ্গলবার দিবাগত রাতে অ্যামেলিয়ার কাছে জগদাহা সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ভোপাল থেকে ৫৭০ কিলোমিটার দূরে ওই এলাকা। সেখানে ছোট ট্রাকে করে সিধি নামের একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল যাত্রীরা। চালক নিয়ন্ত্রণ হারালে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। পরে রেলিং ভেঙে ১০০ ফুট নিচে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই ১৫ জন মারা যায়।
খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ রুপি ও আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।