Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোদির গলায় সউদির সর্বোচ্চ পদক

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সউদি আরবের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করা হয়েছে। সউদি বাদশা সালমান বিন আবদুল আজিজ গত রোববার মোদির হাতে ‘বাদশা আবদুল আজিজ উত্তরীয়’ তুলে দিয়েছেন। সউদি আরবের প্রতিষ্ঠাতা আবদুুল আজিজ আল সউদের নামে এই পুরস্কারটি প্রবর্তন করা হয়। এ ছাড়া বাদশা সালমান ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈরী প্রতিবেশী পাকিস্তানকে চাপে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র সউদি আরবের সাথে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে এক রাষ্ট্রীয় সফরে রোববার রিয়াদ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে বাদশা সালমান এবং মোদি দ্বিপক্ষীয় বৈঠকে করেন; যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ বিষয়ে সহযোগিতার ব্যাপারে ঐকমত্য হয়। সউদি আরব ভারতের শীর্ষ জ্বালানি সরবরাহকারী। রাজতান্ত্রিক দেশটিতে মোট ৩৫ লাখ ভারতীয় অভিবাসী রয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদির গলায় সউদির সর্বোচ্চ পদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ