মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ করা হয়েছে গতকাল। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-সহ ৫৩৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এই ভোটে। এই রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৯৫ লক্ষ ১১ হাজার ৭৩২। এই দফায় সরাসরি লড়াই হচ্ছে বিজেপি, আসাম গণ পরিষদ (এজিপি) এবং বরোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) জোটের সঙ্গে কংগ্রেসের। মোট ৬৫টি কেন্দ্রে ভোট চলেছে গতকাল। হেলিকপ্টার নিয়ে আকাশ থেকে চলছে নজরদারি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরে ভোটগ্রহণের জন্য প্রায় একশো কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছু অনিয়মের অভিযোগ উঠলেও যথাসময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি নিলেও কয়েকটি কেন্দ্রে অনিয়মের খবর পাওয়া যায়। শাসকদল এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে সকাল থেকেই ওঠা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠতে থাকে। কেন্দ্রীয় বাহিনীকে কার্যত নিরুত্তাপ করে রাখা হয়েছে বলে অভিযোগ। তারা মূলত বুথের ভেতরের দায়িত্ব সামলাতেই ব্যস্ত। তা সত্ত্বেও বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি, বুথের ঠিক বাইরে কোনও জটলা হলেও কেন্দ্রীয় বাহিনী সে দিকে কোনও গুরুত্বই দিচ্ছে না, এমন গুরুতর অভিযোগও উঠে। এবিপি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।