বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে র্যাব-২এর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে র্যাবের ২জন সদস্য। ঘটনাটি ঘটেছে আজ বিকেল ৪টার দিকে উপজেলার কেলিয়া নদীর পাড়ে। নিহতদের কাছ থেকে ৩টি পিস্তল একটি চাপাতি ৩টি ছোরা ও হাত বোমা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- জানতে পারে ধামরাই উপজেলার শৈলান এলাকায় একটি এনজিওর টাকা ব্যাংকে রাখতে যাবে। সে টাকা ছিনতাই করার জন্য ৫/৬জনের একদল ডাকাত ধামরাইয়ের কেলিয়া নামক স্থানে নদীর পাড়ে অবস্থান করছিল। এসময় র্যাব-২এর সদস্যরা ওই স্থান দিয়ে সাদা পোশাকে যাচ্ছিল। এ সময় ডাকাত দল র্যাব সদস্যদের চিনতে পেরে গুলি ছুঁড়ে। র্যাব ও পাল্টা গুলি ছুঁড়লে ৩ ডাকাত গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ডাকাতদের আক্রমণে র্যাবের ২ সদস্য সোহেল ও রাজ্জাক আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ডাকাতদের নাম ঠিকানা জানা যায়নি।
র্যাব-২-এর স্কট কমান্ডার শহিদুল ইসলাম জানান, ডাকাতরা কেলিয়ায় নদীর পাড়ে রাস্তায় টাকা ছিনতাই করবে এমন তথ্য ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।