Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে আ.লীগের দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মান্নান সিকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে রবিবার বিকেলে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওই বাজারের ২০টি দোকান ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট হয়।
নিহত মান্নান সিকদার ইউনিয়নের রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকির পক্ষের সাথে স্বতন্ত্র এক সংসদের সমর্থিত আকতারুজ্জামান তিতাসের পক্ষের পূর্ব থেকেই বিরোধ ছিল। কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে রোববার বিকেলে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ২০টি দোকানঘর ও বাজার সংলগ্ন কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনার জেরে সোমবার ভোরে উভয় পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হলে একজনের মৃত্যু হয়।
সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ