Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুখে থাকার ফর্মুলা এইচ=এস-এফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কম্পিউটার ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক তরুণ বয়স থেকেই সফল জীবনের সূত্র খুঁজছিলেন। অনেক সাধারণ জীবনযাপন করেন। কর্মজীবন তাঁর ৫০ বছরের দীর্ঘ। ২০ বছরে বয়সে ওজনিয়াক ভাবতেন, তিনি জীবনে কী করতে চান? কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায়? তিনি গত ২৪ জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে নরডিক বিজনেস ফোরামের এক সভায় ওজনিয়াক বলেন, ‘খেলাধুলা করা, কৌতুক বলা, গান শোনাসহ যেসব কাজ আমাকে আনন্দ দেয়, আমি সেটাকেই সুখী থাকার ফর্মুলা বলি।’ তিনি বলেন, ‘সাফল্য ও অর্থ হয়তো আপনাকে সুখী করবে। কিন্তু আমার কাছে আসল কথা হলো হাসিখুশি থাকা। এ জন্য আমি একটি ফর্মুলা বানিয়েছি : হাসি থেকে খারাপ লাগা বিষয়গুলো বাদ দিলেই পাওয়া যায় সুখ। [হ্যাপিনেস (এইচ) = স্মাইল (এস)- ফ্রাউন (এফ)] ওজনিয়াক বলেন, ‘জীবনে দুঃখ কমাতে হলে সুখ বাড়াতে হবে। খারাপ লাগার বিষয়গুলোকে খুব বেশি পাত্তা দেবেন না। ধরুন, আপনার গাড়িতে আঁচড় লেগেছে, বলুন আমি সমাধান করে ফেলব।’ সিএনবিসি।



 

Show all comments
  • মামুন ১৬ এপ্রিল, ২০১৮, ৩:৩৬ এএম says : 0
    ভালো লাগলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুখে থাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ