Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় মিশন সফলভাবে সম্পন্ন -ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৮, ২:৪৯ পিএম

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ‘মিশন সফলভাবে সম্পন্ন’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেন, ‘গতরাতে সুনিপুণভাবে আঘাত হানা হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যকে ধন্যবাদ তাদের প্রজ্ঞা ও চমৎকার সেনাবাহিনীর ক্ষমতার জন্য। এর চেয়ে ভালো ফল পাওয়া সম্ভব না। মিশন সফলভাবে সম্পন্ন।’
তবে ট্রাম্প সিরিয়া সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি ফের রাসায়নিক হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালানোর জন্য প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের সব পক্ষের রাজনীতিবিদ ট্রাম্পের সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিয়ে কিংবা তাকে বাদ দিয়ে দেশটিতে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের বৃহৎ পরিকল্পনার অভাবে ট্রাম্পের সমালোচনা করেছেন তারা।
সিরিয়ার পূর্ব গৌতার দৌমায় ‍রাসায়নিক হামলার অভিযোগে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা এ অভিযানে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার ও অস্ত্র তৈরির কারখানা গুঁড়িয়ে দেয় বলে দাবি করে।
রাশিয়া এ অভিযানের বিরোধিতা করে বলে, এটি আন্তর্জাতিক ও জাতিসংঘ আইনের লঙ্ঘন। এর জবাব দেওয়া হবে।
আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, বহিরাগতদের এ হামলা সিরিয়াকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আরো শক্তিশালী করবে। তথ্য : রয়টার্স ও বিবিসি



 

Show all comments
  • সাব্বির ১৫ এপ্রিল, ২০১৮, ৩:২১ পিএম says : 1
    দেশটারে পুরো ধ্বংস করে দিলো
    Total Reply(0) Reply
  • rakib ১৫ এপ্রিল, ২০১৮, ৪:৩৩ পিএম says : 0
    IS THE WORLD , GAVE HIM RIGHT TO DESTROYS THE WORLD ??? WE SHOULD THINK ABOUT IT
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ