Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য খুন

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৮, ১:৩২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল লতিফ ঘরামীকে (৫০) তার ভাতিজা আলামিন কুপিয়ে হত্যা করেছেন।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের তুলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফের বাড়ি উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে।
পুলিশ জানায়, আব্দুল লতিফ একটি মামলায় পিরোজপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য ভোর ৫টার দিকে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে চাচাতো ভাই ইদ্রিস ঘরামী (৩৫) ছিলেন। তারা পথে তুলাতলা এলাকায় পৌঁছালে আব্দুল লতিফের ভাতিজা আলামিনের নেতৃত্বে সাত/আটজন যুবক তাদের কুপিয়ে জখম করেন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে আব্দুল লতিফের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ