Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ২:১৬ পিএম

সারা দেশের মত রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে চলছে নতুন বাংলা বছর ১৪২৫ বরণ। সকাল ৮টার দিকে উপজেলার শাপলা চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এবার উপজেলার গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফজি পাইলট বালিকা বিদ্যালয়, মহিশালবাড়ী আল ইসলা ইসলামী একাডেমী, গোদাগাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় গোদাগাড়ী শিশু নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়। শোভা বর্ধনের জন্য করা হয় মাটির হাঁড়ি, কলস, খোলা, বাঁশি, মহিষের গাড়ী, জেলের জাল, কৃষকের কৃষি উপকরণ, বক-মাছ, জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করল বাঙালি জাতি। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে গোদাগাড়ী। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসন ভিত্তি করে প্রবর্তন হয় নতুন এই বাংলা সন। ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে। মঙ্গল শোভাযাত্রার উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক আলী, নব নিয়োগকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতার, সহকারী কমিশনার ভূমি মো. সানোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামসুল কবীর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক ও মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক কোরবান আলী প্রমুখ। একটি মঙ্গল শোভাযাত্রা মেডিকেল মোড়, ফিরোজ চত্বর ঘুরে উপজেলা শহীদ মিনারে এসে শেষ হয়। এ দিকে কলেজ গুলি ছুটি থাকায় করণে শিক্ষার্থী না পাওয়ায় একটি ব্যানার তৈরি করে শিক্ষকরা ছবি তুলে ফেসবুকে ছবি পোস্ট করে তাদের দায়িত্ব শেষ করলেও স্কুল মাদ্রাসা গুলিতে দিবসটি বেশ উৎসাহের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচির পালন করছে। উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ