Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক-ভিলিয়ার্সের ব্যাটে ঝড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও তারই স্বদেশি এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং নৈপুন্যে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এম.চেন্নাস্বামি স্টেডিয়ামে গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। ওপেনার লোকেশ রাহুলের (৩০ বলে ৪৭) পর করুন নায়ার (২৬ বলে ২৯) ও অধিনায়ক রবিচন্দ্রন আশ্বিনের (২১ বলে ৩৩) ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় প্রীতি জিনতার দল। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট নেন ওকস, খিজরোলিয়া ও সুন্দর। তবে ইনিংসের চতুর্থ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে সবচেয়ে বড় আঘাতটা হানেন উমেশ যাদব (৩/২৩)।
জবাবে ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নেন ম্যাককালাম। কিন্তু ডি ককের ৩৪বলে ৪৫ ও ডি ভিলিয়ার্সের ৪০ বলে ৪ ছক্কায় ৫৭ রানের উপর ভর করে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক-ভিলিয়ার্সের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ